আসসালামু আলাইকুম, রমজান মোবারক আপনারা জানেন, আমরা এনটিভি ইউরোপ সম্প্রতি যুক্তরাজ্যে বসবাসরত বৈধ কাগজপত্রহীণ ভাই বোনদের সহযোগীতার জন্য একটি মহৎ উদ্যেগ গ্রহন করি। এরই ধারাবাহিকতায় আমরা গত ১ মে এনটিভি ইউরোপে একটি সংবাদ প্রকাশ করি কাগজপত্রবিহীণ ভাইবোনদের সহায়তা করার জন্য। প্রথমে সংবাদ এবং পরে প্রমো প্রচারের পর থেকে আমরা ১০০‘শোর ও বেশী সাহায্যের আবেদন পেয়েছি। পরিস্থিতি খুবই নাজুক । যেহুতু আমরা এনটিভি ইউরোপ পরিবারের সদস্যরা এবং এনটিভি ইউরোপের শুভাকাঙী দের কাছ থেকে অর্থ উত্তোলন করে এসকল ভাই বোনদের সহায়তা করছি তাই আবেদনের সংখ্যা বেশী হলে তা কঠিন হয়ে পড়বে।এমন পরিস্থিতিতে আমরা আজ থেকে আর কোন আবদেন গ্রহন করছি না। আমরা চেষ্টা করছি আমরা যতুটুকু অর্থ অনলাইন এবং ব্যক্তিগত ভাবে উত্তোলন করেছি তা সকলের মধ্যে বন্টন করে দিতে। যারা এনটিভি ইউরোপের এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের সকলকে এনটিভি ইউরোপের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। বিস্তারিত আপডেট আমরা আবার জানাবো।